শিরোনাম: এবার পুজো দর্শকশূন্য মণ্ডপে, নো এন্ট্রি জোন করতে হবে সব প্যান্ডেলকে, হাইকোর্টের নির্দেশের পর তৎপরতা শুরু মণ্ডপে মণ্ডপে

Continues below advertisement

এবার পুজো করতে হবে দর্শকশূন্য মণ্ডপে। ভিড়ে সংক্রমণের আশঙ্কায় ঐতিহাসিক রায় হাইকোর্টের। নো এন্ট্রি জোন হিসাবে সব প্যান্ডেলকে গণ্য করার নির্দেশ। সদিচ্ছা আছে সরকার, পুলিশের গাইডলাইনে, প্রয়োজনীয় পরিকল্পনা নেই। পুজোর ভিড়ে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মন্তব্য হাইকোর্টের। মণ্ডপে ব্যারিকেডের নির্দেশ। হাইকোর্টের রায়ের পরই মণ্ডপে মণ্ডপে তৎপরতা। অতিমারি রুখতে এছাড়া আর কোনও উপায় নেই, আবেদন চিকিৎসকদের। দোকানে ভিড় এড়াতেও বার্তা রাজ্যের। সংক্রমণ রুখতে দায়িত্ব শুধু পুলিশের নয়, সচেতন থাকতে হবে মানুষকেও, মন্তব্য সিপির। ২-৩ লক্ষ ভিড় কীভাবে সামলাবে ৩০ হাজার পুলিশ? এড়িয়ে গেলেন প্রশ্ন। করোনায় দেশে কমল দৈনিক মৃত্যু বাড়ল সুস্থতা। লকডাউনের সুফল, দাবি মোদির। করোনা প্রভাব কাটলেই সিএএ কার্যকর, হুঁশিয়ারি নাড্ডার। ক্ষমতায় এলে কৃষি আইন চালুরও ঘোষণা। জনবিরোধী সিদ্ধান্ত চাপানোর চেষ্টা হলে বিক্ষোভ হবে, হুঁশিয়ারি তৃণমূলের। ১১ দিন পড়ে অস্ত্রআইনে গ্রেফতার বলবিন্দর সিংয়ের জামিন। চিৎপুরকাণ্ডে গ্রেফতার ৩।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram