আজ বিজয়া দশমী, ঢাকের বোলে বিষাদের সুর, ‘সংযমেই করোনা জয়’, বার্তা প্রধানমন্ত্রীর – দেখুন ‘সকালের শিরোনাম’
সকালের শিরোনাম- আজ বিজয়া দশমী। ঢাকের বোলে বিষাদের সুর। বেলুড় মঠ, সুরুচিতে সন্ধ্যারতি। শোভাবাজার রাজবাড়িতে দেবীর ভোগ চাল, কলা, দুধ, মিষ্টিতে।
সুরুচি সঙ্ঘের পুজোয় ঢাক বাজালেন অরূপ বিশ্বাস।শ্রীরামপুরে ঢাকের তালে মাতলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘মোদির মন কি বাত’-এ দুর্গাপুজোর ভিড়ের কথা। সংযত থাকায় নেই চেনা ছবি। উৎসবের মরসুমে সচেতন থাকার আহ্বান। সংযমেই করোনা জয়, বার্তা প্রধানমন্ত্রীর। সামগ্রিকতায় সেরা সুরুচি সঙ্ঘ, স্থাপত্যকল্পে সেরা আহিরীটোলা সর্বজনীন, সেরা প্রতিমা বেহালা ক্লাবের। মণ্ডপ সজ্জায় চন্দননগরের আলোকসজ্জা, পরম্পরায় সেরা কলেজ স্কোয়ার। বিষয় ভাবনার বৈচিত্রে সেরা তিন। সমাজভাবনায় সেরা দমদম তরুণ দল। মাতৃভাবনায় সেরা ভবানীপুর ৭৫ পল্লি এবং শিল্পবোধে সেরা অরবিন্দ সেতু সর্বজনীন। রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের ৪ হাজার পার। একদিনে আক্রান্ত ৪ হাজার ১২৭ জন। মৃত ৬০, বাড়ল সুস্থতার হার। সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা। কামারহাটিতে ওষুধের দোকানে বিস্ফোরণ। ভারত-চিন সীমান্তে শান্তি চায় ভারত। কিন্তু এক ইঞ্চি জমি ছাড়বে না ভারত, দার্জিলিংয়ের শুকনায় অস্ত্র পুজো করে মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের।