সকালের শিরোনাম: আজ সল্টলেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন প্রধানমন্ত্রীর ও অন্য খবর

গোর্খাল্যান্ড ইস্যুতে প্রতিশ্রুতি ভঙ্গ মোদি-অমিতের, একুশের ভোটে তৃণমূলের সঙ্গে জোট করে বিজেপিকে জবাব, হুঁশিয়ারি গুরুংয়ের। বাংলা ভাগ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন সায়ন্তনের। প্রকাশ্যে এসে মমতাতেই আস্থা বিমলের। দু’একটি ছোটো পরিবর্তন হলেও দর্শকশূন্যই পুজো প্যান্ডেল। উদ্যোক্তা, স্থানীয় বাসিন্দা মিলিয়ে বড়ো মণ্ডপে সর্বোচ্চ ৪৫ জন, ছোটো পুজোয় ১৫ জনের অনুমতি হাইকোর্টের। রাজ্যে করোনায় পরপর দুদিন সংক্রমণ ৪ হাজার ছাড়াল। একদিনে আক্রান্ত ৪ হাজার ৬৯ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ৮৭৯ জন, মৃত ১৯। করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য এবং মনোময় ভট্টাচার্য। হোম আইসোলেশনে রয়েছেন মিকা সিং, আকৃতি কক্করও। ইমন, রাঘব এবং জয় সরকারের রিপোর্ট নেগেটিভ। এবিপি আনন্দের রুপায়নে সেরা হিন্দুস্তান পার্ক, মাতৃভাবনায় টালা পার্ক প্রত্যয়, শিশুমনে সেরা হাজরা পার্ক। দুর্গাপুজোর পাঁচ দিন কালীঘাট মন্দিরে বন্ধই থাকবে গর্ভগৃহ। বাইরে থেকে রয়েছে দেখার ব্যবস্থা। আদালতের নির্দেশকেই মান্যতা, প্রতিক্রিয়া কালীঘাট মন্দির কমিটির। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের। ষষ্ঠী থেকে অষ্টমী কলকাতা-সহ রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। রিভিউ-স্ক্রুটিনির পর বদলে গেল মাধ্যমিকের মেধা তালিকা। প্রথম দশে ছিল ৮৪ জন, হল ৯১। আজ সল্টলেকে ইজেডসিসি-র ভার্চুয়ালে পুজো উদ্বোধন প্রধানমন্ত্রীর। দেবেন শুভেচ্ছা বার্তাও। এবিপি আনন্দে সরাসরি সম্প্রচার। বেলা ১২।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola