![ABP News ABP News](https://vodcdn.abplive.in/2020/09/e49c3e23be72bc301d5fc88aaa08ee4b.jpg?impolicy=abp_cdn&imwidth=200)
আলু-পেঁয়াজ, ডাল-ভোজ্য তেল আর অত্যাবশ্যকীয় পণ্য নয়, ১ নভেম্বর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু– দেখুন ‘শিরোনাম’
Continues below advertisement
মূল্যবৃদ্ধির মধ্যেই অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় সংশোধন। বাদ আলু, পিঁয়াজ, ডাল, ভোজ্য তেল। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে নতুন সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধীরা। বাংলায় কেন লাগু নয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের। রাজনৈতিক কথা রাজ্যপালের, পাল্টা তৃণমূল। দুর্নীতির কঙ্কাল লুকিয়ে রাখা যাবে না, কটাক্ষ রাজ্যপালের। করোনা সঙ্কটে ঋতু পরিবর্তনের আগে কেন্দ্রের সতর্কবাণী। এবার মাদক-যোগে এনসিবি-র নজরে দিয়া মির্জাও। ১ নভেম্বর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে শুরু ক্লাস, ১০ মাসেরও কম শিক্ষাবর্ষ। আজ আবু ধাবিতে নাইট রাইডার্সের অভিযান শুরু।
Continues below advertisement