সকালের শিরোনাম: বুধবার থেকে প্রতিদিন চলবে ৩৬২ লোকাল, কালী পুজো থেকে ছট নিষিদ্ধ সবরকম বাজি
Continues below advertisement
বুধবার থেকে প্রতিদিন চলবে ৩৬২টি লোকাল ট্রেন। বিধি মেনেই চলবে লোকাল, জানালেন রেলমন্ত্রী। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা। ভিড় ট্রেনে উঠতে গিয়ে হাবড়ায় শিশু পুত্রকে নিয়ে ট্রেন থেকে পড়ে গেলেন মহিলা। কালী পুজো থেকে ছট এবছরের জন্য নিষিদ্ধ সবরমের বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা। বিসর্জনে বাজনা, আলোকসজ্জা নয়। দুর্গা পুজোর মতোই বিধি নিষেধ মেনে হোক কালী পুজো। রায় হাইকোর্টের। রবীন্দ্র ও সুভাষ সরোবরে নিষিদ্ধ হোক ছট পুজো। প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের। বাঁকুড়া থেকে মমতাকে নিশানা অমিত শাহের। বহিরাগতদের মানবে না বাংলা । বললেন মমতা। নজরে বিধানসভা ভোট। সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি অমিত শাহের। পালটা তৃণমূল। বাঁকুড়ায় আদিবাসী বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারলেন অমিত শাহ। শেষে বিজেপিতেই সক্রিয় শোভন। জল্পনা বাড়িয়ে অমিত শাহের সঙ্গে শোভন-বৈশাখির বৈঠক। রাজ্যের পুলিশ আধিকারিকদের আয়কর ভিজিলেনশের ভয় দেখানো হচ্ছে। অভিযোগ মুখ্যমন্ত্রী। কাজ না করায় মুখ্যমন্ত্রীর রোষের মুখে দুর্গাপুরের মেয়র। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৩৯৪৮জন। মৃত ৫৪।
Continues below advertisement
Tags :
Durgapr Local Trains Soumitra Chatterjee ABP Ananda LIVE Kali Puja Abp Ananda Amit Shah Mamata Banerjee