‘সকালের শিরোনাম’: হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায়, আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন; বুধবার থেকে রাজ্যে লোকাল

Continues below advertisement

১। অবশেষে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায়। আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম মহিলা হিসেবে ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

২। ভোট দিন বা না দিন, আমি সবার প্রসিডেন্ট। ভোটে জয়ের পরেই ট্যুইট বাইডেনের। অন্তরাত্মা রক্ষার লড়াই ছিল এই ভোট, বললেন কমলা হ্যারিসের। ২২ জানুয়ারি শপথ।

৩। বিহারের মসনদে কে? এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় এনডিএ-র সঙ্গে মহাজোটের হাড্ডাহাড্ডি লড়াই। গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এলজেপি।

৪। অমিত শাহ ফিরতেই তৎপর তৃণমূল। বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সহ সভানেত্রীর দলত্যাগ। কিছু যায় আসে না, পাল্টা দিলীপ। গেরুয়া শিবিরে যোগদান ৩ সিপিএম নেতার।

৫। তৃণমূলে বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক-সহ একাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। বিজেপিকে রুখতে মমতার লড়াইয়ে সঙ্গী হওয়ার দাবি। বাদুড়িয়া থাকবে কংগ্রেসেরই, চ্যালেঞ্জ অধীরের।

৬। অমিত শাহের মধ্যাহ্নভোজের পরেই বাঁকুড়ার আদিবাসীর পরিবারে তৃণমূল। চাল-ডাল, পোশাক দিয়ে পাশে থাকার বার্তা।ভয় পেয়েই তৎপরতা, এতদিন কোথায় ছিলেন? পাল্টা বিজেপি।

৭। করোনা আবহে সাড়ে ৭ মাস পরে বুধবার থেকে রাজ্যে লোকাল। রাত ২ টো ৪০ মিনিটে হাওড়া থেকে প্রথম ট্রেন যাবে মেদিনীপুর।

৮। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত টানা ৪ হাজারের কাছে। ৫৮ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা, মৃত ২০।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram