করোনা আক্রান্ত অমিত, ইয়েদুরাপ্পা, সংক্রমণ মুক্ত অমিতাভ, কোয়েল – দেখুন ‘শিরোনাম’
এবার করোনা থাবা বসাল মোদির মন্ত্রীসভায়। আক্রান্ত অমিত শাহ। ট্যুইট করে তিনি নিজেই জানিয়েছেন সে খবর। গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। তাঁর সংস্পর্শে আসাদের আইসোলেশনের পরামর্শ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গাঁধী, অরবিন্দ কেজরিবালের। করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি, নিজেই জানালেন তিনি। রাজ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুতে ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৭৩৯ ও মৃত ৪৯। আইপিএলের ফাইনাল ১০ নভেম্বর। খেলা হবে ৫৩ দিন ধরে।
Tags :
Amit Shah Corona Positive ABP News Live Bengali BS Yediyurappa Headlines ABP Ananda LIVE Corona Cases Amitabh Bachchan Abp Ananda IPL 2020 Amit Shah