একাধিক ক্ষেত্রে ছাড় দিয়ে দেশে ১ থেকে ৩০ সেপ্টেম্বর আনলক ফোর-এর ঘোষণা কেন্দ্রের – দেখুন ‘সকালের শিরোনাম’
এবার ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে আনলক ফোর। ৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চালু মেট্রো পরিষেবা, নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের। চলবে না লোকাল ট্রেন। আনলক ফোরে কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন করতে পারবে না রাজ্য, আলোচনা করতে হবে কেন্দ্রের সঙ্গে, নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের। ২১ সেপ্টেম্বর থেকে সামাজিক, ধর্মীয়, শিক্ষামূলক, খেলা, বিনোদনমূলক জমায়েতে ছাড়, তবে ১০০ জনের বেশি জমায়েত নয়। বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল। রাজ্যে ফের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ হাজার। প্রয়াত বিশিষ্ট আইনজীবী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কাশীকান্ত মৈত্র।
Tags :
Unlock Four Corona Latest Case Ministry Of Home Affairs Headlines ABP Ananda LIVE Corona Abp Ananda