আজ রাজ্যে পূর্ণ লকডাউন, মেট্রো চালুর প্রস্তুতি শুরু – দেখুন ‘সকালের শিরোনাম’
সুশান্ত মৃত্যু-তদন্তে তিনদিনে রিয়াকে ২৫ ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসবাদ। মুম্বইয়ের মহিলা পুলিশ অফিসারের উপস্থিতিতে বয়ান রেকর্ড, আজ ফের তলব। ঠিক কি হয়েছিল ৮ জুন? কেন ব্লক করেছিলেন সুশান্তের নম্বর? মাদক-যোগের অভিযোগ উঠতেই মেজাজ হারান রিয়া। সিবিআই অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। আজ রাজ্যে পূর্ণ লকডাউন। ফের একদিনে ৩ হাজার ছাড়াল করোনা সংক্রমণ, মৃত ৫০। ৭ সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু মেট্রো পরিষেবা। তার আগে শুরু প্রস্তুতি, বাতিল করা হল টোকেন। তৃণমূল নেতার বাড়িতে মুকুল রায়, রাজনীতির যোগ নেই, দাবি বিজেপি নেতার। খেলনা শিল্পে আত্মনির্ভরতার ডাক মোদির, কটাক্ষ রাহুল গাঁধীর।
Tags :
Complete Lockdown Headlines ABP Ananda LIVE Sushant Singh Rajput Death Case Corona Abp Ananda Rhea Chakraborty Narendra Modi