শিরোনাম: এবার ট্রাম্প-মেলানিয়ার ডিভোর্স? বাইডেনের জয়ে প্রবাসী ভারতীয়দের ভিসা-স্বস্তি?

Continues below advertisement

হোয়াইট হাউস ছাড়লেই ট্রাম্পকে ডিভোর্স মেলানিয়ার। ছেলে ও নিজের জন্য  ট্রাম্পের অর্ধেক সম্পত্তি দাবি বিবাদেই বিচ্ছেদ জল্পনার সূত্রপাত। সংবাদপত্র ডেইলিমেল সূত্রে খবর।
মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন, স্বস্তির ইঙ্গিত প্রবাসী ভারতীয়দের। বাড়তে পারে এইচ ওয়ান বি ভিসার সংখ্যা, উঠতে পারে গ্রিন কার্ডের কোটাও। ট্রাম্প ভোট বাক্সে করোনা কাঁটা। আশঙ্কা বিশেষজ্ঞদের।
আজ বাইডেন-হ্যারিস কোভিড প্ল্যানিংয়ের ব্লু প্রিন্ট তৈরি করবেন বিজ্ঞানীরা, ঘোষণা বাইডেনের। ভোটে কারচুপির তত্ত্বে অনড় ট্রাম্প।
অমিত শাহের বঙ্গ সফরের পরই আজ জে পি নাড্ডার ডাকে দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ, তলব মুকুল রায়কেও। সাংগঠনিক বৈঠকে বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। ফের বেফাঁস দিলীপ ঘোষ।

চার জেলায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। জল্পনা উস্কে পূর্ব মেদিনীপুরে পরিবহণমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি। তৃণমূলের উত্থানে শুভেন্দুর অবদান অনস্বীকার্য, বিদ্রোহ স্বাভাবিক, মত অধীরের।

তৃণমূলের কাটমানিতেই আলুর দামবৃদ্ধি, অভিযোগ দিলীপের, মজুতদারদের রমরমায় দামবৃদ্ধি, পাল্টা তৃণমূল। মানহানির অভিযোগে দিলীপের বিরুদ্ধে এফআইআর শাসকদলের। ফের ডায়ালিসিস সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram