State-Rail Meet On Local Train Issue: আজ ফের স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে বৈদ্যবাটিতে যাত্রী বিক্ষোভ, অবরোধ জিটি রোডেও
Continues below advertisement
লোকাল ট্রেন চালানো নিয়ে আজ নবান্নে বিকেলে রেলের সঙ্গে রাজ্য সরকারের আধিকারিকদের বৈঠক। তার আগে আজ হুগলির বৈদ্যবাটিতে স্টেশনে যাত্রী-বিক্ষোভ। স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে সাধারণ যাত্রীদের ও টিকিট কাউন্টার খুলতে হবে, এই দাবিতে বিক্ষোভ শুরু হয়। অবরোধ করা হয়েছে লাগোয়া জিটি রোডও। ফলে বেড়েছে যানজট। বিক্ষোভকারীরা জানিয়েছেন, লাঠিচার্জ করলেও তোলা হবে না অবরোধ।
Continues below advertisement