বিহারের বিধানসভা ভোটের ফলাফলের কোনও প্রভাব পড়বে বাংলায়? কী বলছেন বঙ্গ রাজনীতির হেভিওয়েটরা?
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। সেই লড়াইয়ে কী হতে পারে তার কোনও আগাম আভাস কি মিলবে বিহারের বিধানসভা ভোটের ফলে? কী বলছে বিভিন্ন রাজনৈতিক দল? রাত পোহালেই বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল। সেই ফলাফলের দিকে তাকিয়ে বাংলাও। পর্যবেক্ষকদের একাংশের মতে, সবটা না হলেও খানিকটা আভাস মিলতেই পারে। পর্যবেক্ষকদের মতে, বিহার ভোটে বিজেপি-জেডিইউ জোট হারলে বোঝা যাবে, পরিযায়ী শ্রমিকদের ক্ষোভের আঁচ পড়েছে ইভিএমে। সেক্ষেত্রে বাংলা নিয়ে বিজেপির উদ্বেগের কারণ থেকে যাবে। বিহার ও বাংলা দুই রাজ্যেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রচুর। যাঁরা লকডাউনে কাজ এবং বাসস্থান হারিয়ে বাড়ি ফেরার ট্রেন-বাস না পেয়ে খালি পেটে মাইলের পর মাইল হাঁটতে বাধ্য হয়েছিলেন। কেউ বাড়ি অবধি পৌঁছতে পেরেছিলেন, কেউ রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এরাজ্যেও পরিযায়ী শ্রমিকের সংখ্যা নেহাত কম নয়। ২০১৪ সালে লোকসভা ভোটে বিরাট জয়ের পরও, ২০১৫ সালে বিহারে আরজেডি-জেডিইউ জোটের কাছে পর্যুদস্ত হয়েছিল বিজেপি। ২০১৬ সালে পশ্চিমবঙ্গেও দাগ কাটতে পারেনি তারা। এবার বিহারে কী হবে? পড়শি রাজ্যের এই ফলের প্রভাব কি বাংলায় একুশের ভোটে পড়বে? সেটাই দেখার।