'যা বলেছি ভেবেচিন্তেই বলেছি, কাজ করতে দেওয়া হচ্ছে না', ফের সরব Rajib Banerjee

Continues below advertisement
নিজের অবস্থানে অনড় Rajib Banerjee। তিনি বলেন, 'কাজ করতে দেওয়া হচ্ছে না। যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। যত মত তত পথ। সব পথই খোলা আছে। তবে রাজনৈতিকভাবে একথা বলিনি। এখনও Trinamool Congress-এর সদস্য, মন্ত্রী সভার সদস্য। কামারপুকুরে ব্রাক্ষ্মণদের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য Rajib Banerjee।' অন্যদিকে Sudipta Sen-এর চিঠি নিয়ে CBI-কে চিঠি Suvendu Adhikari-র। জেল থেকে প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রীকে Sudipta Sen-এর চিঠি। জেল থেকে ৫ রাজনীতিকের নামে অভিযুক্তের চিঠি। CBI এবং রাজ্য পুলিশের পদক্ষেপ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রিত্ব ছাড়ার পরেই আমরা নাম করে Sudipta Sen-এর চিঠি। মন্ত্রিত্ব ছাড়ার পরেই Sudipta Sen-এর চিঠিতে সন্দেহ তৈরি হয়। CBI-এর তদন্তে অন্য সংস্থা ঢোকার চেষ্টা করছে। CBI-কে চিঠি Trinamool Congress বিধায়ক Suvendu Adhikari-র।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram