‘সুশান্ত সিং রাজপুতের থেকেও দেশের বড় সমস্যা করোনা’, মত ড. দীপ্তেন্দ্র সরকারের
Continues below advertisement
সুশান্ত সিং রাজপুতের থেকেও এখন দেশের সবথেকে বড় সমস্যা করোনা, জানালেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। তাঁর মতে, মহারাষ্ট্রের অবস্থা ভয়াবহ। মোট আক্রান্তের নিরিখে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে ভারত। এই নিয়ে দ্বিতীয় দিন দৈনিক সংক্রমণে ৯০ হাজার পার। করোনায় দৈনিক সর্বোচ্চ সংক্রমণে টানা পাঁচদিন বিশ্বে প্রথম ভারত। মোট আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষ ছাড়াল। গত ৩২ দিন ধরে দৈনিক আক্রান্তের নিরিখে বিশ্বে শীর্ষে ভারত। এছাড়াও, আজ দৈনিক মৃত্যুতেও বিশ্বে ভারত সবার ওপরে।
Continues below advertisement
Tags :
Corona Cases Reported Dr. Diptendra Sarkar ABP Corona Latest News Corona In India Corona Abp Ananda