যথেষ্ট ট্রেনের অনুমতি দিচ্ছে না রাজ্য, অভিযোগ রেলমন্ত্রীর, রেলের সদিচ্ছায় প্রশ্ন ডেরেকের
মুখ্যমন্ত্রী গতকাল ট্যুইট করে জানিয়েছেন, ১০৫টি ট্রেনে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরবেন। কিন্তু সেই সংখ্যাটা রাজ্যের জন্য যথেষ্ট নয় বলে দাবি রেলমন্ত্রী পীযুষ গোয়েলের। তাঁর বক্তব্য, বাকি পরিযায়ী শ্রমিকদের কী হবে? তাঁরা হেঁটে বা সাইকেলে বাড়ি ফিরবেন, কারণ মুখ্যমন্ত্রী ট্রেন ঢুকতে অনুমতি দিচ্ছেন না পশ্চিমবঙ্গে। পাল্টা রেলমন্ত্রকের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তাঁর বক্তব্য, রেলমন্ত্রী ঠিকঠাক ব্যবস্থা নিলে তিনদিনে বাড়ি ফিরতে পারতেন শ্রমিকরা।
Tags :
Migrant Workers Trinamool Congress Piyush Goyal Rail Minister Derek Obrien Abp Ananda Lockdown TMC BJP