J P Nadda's Bengal Visit: পূর্ব বর্ধমানের সভা থেকে বাংলা ভাষায় তৃণমূলকে উৎখাতের ডাক J P Nadda-র, পাল্টা TMC-র

Continues below advertisement
বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার বঙ্গ সফরের মধ্যেই ফের বাধল বাঙালি-বহিরাগত তরজা। কাটোয়ার মঞ্চ থেকে আজ বাংলা ভাষায় তৃণমূলকে উৎখাতের ডাক দেন জে পি নাড্ডা। পাল্টা তৃণমূলের কটাক্ষ, এভাবে বাঙালির মন জয় করা যাবে না। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে নাড্ডার আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
একুশের মহাযুদ্ধের মঞ্চ সরগরম বাঙালি বনাম বহিরাগত তরজায়। তৃণমূল (TMC) যখন বাঙালি আবেগকে কাজে লাগিয়ে বিজেপির (BJP) গায়ে বহিরাগত তকমা লাগাতে তৎপর তখন ফের শনিবার বাংলায় এসে বাংলা ভাষায় তৃণমূল পরিচালিত সরকারকে উৎখাতের ডাক দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি (J P Nadda)। পাল্টা তৃণমূলের কটাক্ষ এভাবে আর যাই হোক বাঙালির মন জয় করা যায় না। পূর্ব বর্ধমানের কাটোয়ার সভায় আমফানের ত্রাণ দুর্নীতি থেকে রেশন বণ্টনে অনিয়মের অভিযোগে তৃণমূলের সমালোচনা করেন নাড্ডা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল শিবির। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে নেতাদের গলার সুর ততই চড়ছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram