J P Nadda convoy attack: নাড্ডা সংবিধান বিরোধী কাজ করেছেন, অপরাধীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, আক্রমণ কল্যাণের
জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে ক্রমশ চড়ছে পারদ। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল, নবান্নে রিপোর্ট পুলিশের। মানতে নারাজ বিজেপি। অন্যদিকে এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ধৃতদের পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সঙ্গে তারা কেউ যুক্ত নয়।
সূত্রের খবর, হামলার ঘটনায় একটি করে মামলা রুজু করেছে উস্তি থানা ও ফলতা থানা। গ্রেফতার করা হয়েছে মোট সাতজনকে। কিন্তু ধৃতরা কি আদৌও হামলার সঙ্গে জড়িত? না কি তাদের বলির পাঠা করা হচ্ছে?
Tags :
ABP Ananda ABP LIVE Convoy Attack Z Category Bengal Poll J P Nadda TMC West Bengal Election 2021