Jagadhatri Puja 2020: বিদায়বেলায় মায়ের বরণ, সরাসরি দেখুন কৃষ্ণনগর রাজবাড়ির ছবি
Continues below advertisement
আজ Jagadhatri Puja-র দশমী। কৃষ্ণনগর রাজবাড়িতে চলছে মায়ের বরণ। বরণ করছেন রানী মা। শুরু হয়ে গিয়েছে বিসর্জনের প্রস্তুতি৷ অন্যদিকে চন্দননগরে করোনা আবহে আলোর শোভাযাত্রা বন্ধ থাকলেও, বিশাল প্রতিমা নিয়ে শোভাযাত্রা এবার অন্যতম আকর্ষণ। স্বাস্থ্যবিধি মেনে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছে। সংক্রমণ এড়াতে দু’দিন ধরে প্রতিমা নিরঞ্জন হবে। বিসর্জনের জন্য দুটি ঘাট নির্দিষ্ট করা হয়েছে। Chandannagar তেমাথা সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোর এবার ৭৬ বছর। এখানকার প্রতিমার উচ্চতা সবথেকে বেশি বলে উদ্যোক্তাদের দাবি।
Continues below advertisement
Tags :
Krishnanagar Rajbari Dashami Puja করোনা পাশবালিশ ABP Ananda ‘ Idol Immersion ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Jagadhatri Puja 2020 Chandannagar Abp Ananda