মালবাজারে সেতু ভেঙে নদীতে পিক আপ ভ্যান, মৃত ২, বিচ্ছিন্ন শিলিগুড়ি-ডুয়ার্স
Continues below advertisement
জলপাইগুড়ির মালবাজারে জুরন্তি সেতু ভেঙে নদীতে পিক আপ ভ্যান। সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন শিলিগুড়ি থেকে ডুয়ার্স। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের ছবি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। আজ ভোর ৩ টে নাগাদ এই ঘটনাটি ঘটে। মূলত বৃষ্টির কারণে মাটি নরম থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান প্রশাসনের।
Continues below advertisement
Tags :
Brisge Collapsed In Jalpaiguri ABP News Live Bengali Bridge Collapsed Malbazar ABP Ananda LIVE Abp Ananda Jalpaiguri