'জবাবে সন্তুষ্ট', জলপাইগুড়ি জেলায় শোকজ করা চার নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিল না তৃণমূল!
জলপাইগুড়ি জেলায় শোকজ করা চার নেতার জবাবে সন্তুষ্ট দল। ব্যবস্থা নিল না তৃণমূল। আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে তিন মাস আগে ধুপগুড়ি পুরসভার উপ পুরপ্রধান-সহ ময়নাগুড়ি, নাগরাকাটা ও জলপাইগুড়ি সদর ব্লকের তৃণমূলের চার নেতাকে দল থেকে শোকজ করা হয়। ১৪ দিনের মধ্যে জবাব দেন শোকজ হওয়া চার নেতা। তাঁরা যে স্বচ্ছ এই ঘটনাই তার প্রমাণ, মন্তব্য ধুপগুড়ি পুরসভার উপ পুরপ্রধানের।