JP Nadda’s Meeting at Diamond Harbour: 'কে আসছে, কে যাচ্ছে, রাজ্যকে জানানোর প্রয়োজন মনে করছেন না, নাড্ডার কনভয়ে হামলা প্রসঙ্গ মন্তব্য Firhad-র

Continues below advertisement
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গে মন্ত্রী Firhad Hakim বলেছেন, 'এদের পুরোটাই মিথ্যা। কে আসছেন, কে যাচ্ছে রাজ্যকে জানানোর প্রয়োজন মনে করছে না। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় হলেও, প্রত্যেক কেন্দ্রীয় নেতা CRPF আর কেন্দ্রীয় সংস্থাকে সঙ্গে নিয়ে আসছ।' প্রসঙ্গত, বিজেপি সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার যাওয়ার পথে ধুন্ধুমার।  আমতলা থেকে শিরাকোল পর্যন্ত রাস্তায় দফায় দফায় বাধার মুখে পড়ে কনভয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথর ছোড়া হয় কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে। ইটের ঘায়ে এবিপি আনন্দর প্রতিনিধির গাড়ির কাচও ভাঙে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram