West Bengal Elections with ABP Ananda: দেখা পেলেন না, শীলভদ্র দত্তর বাড়িতে অপেক্ষা জ্যোতিপ্রিয় মল্লিকের
Continues below advertisement
বাড়িতে গিয়েও শীলভদ্রের দেখা পেলেন না জ্যোতিপ্রিয় মল্লিক। শীলভদ্রের মানভঞ্জনে বাড়িতে গিয়েও মিলল না দেখা। অপেক্ষা করছেন জ্যোতিপ্রিয়।
শীলভদ্রর ক্ষোভ মেটাতে উদ্যোগ নিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর পর এবার শীলভদ্রর বাড়িতে পিকের টিমের ২ সদস্য। তাঁদের সঙ্গে আলোচনার পর ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, পিকের টিমের সদস্যদের বদলে দলের কেউ এলে ভাল হত। ভোটে না লড়ার সিদ্ধান্তে তিনি এখনও অনড় বলে জানিয়েছেন শীলভদ্র।
উল্লেখ্য, প্রশান্ত কিশোরের দলের হাতে দলের পরিচালনার ভার তুলে দেওয়ার ব্যাপারে তৃণমূলের বেশ কয়েকজন নেতা-বিধায়কের গলায় অসন্তোষের সুর শোনা গিয়েছে। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন।
শুভেন্দুর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা চলছে। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও বিধায়ক হিসেবে ইস্তফা দেননি। মন্ত্রীপদে শুভেন্দুর ইস্তফার আগে প্রশান্ত কিশোর তাঁর কাঁথির বাড়িতে গিয়েছিলেন। তবে সেই সময় শুভেন্দু বাড়িতে ছিলেন না। তাঁর বাবা শিশির অধিকারীর সঙ্গে কথা হয় প্রশান্তের।
এবার ব্যারাকপুরের দুবারের বিধায়কও বেসুরো গাইলেন। সাম্প্রতিক অতীতে দল নিয়ে অসন্তোষ একাধিকবার প্রকাশ করেছেন। আগামী বিধানসভায় তিনি আর লড়বেন না, এমন কথা বলতেও তাঁকে আগেই শোনা গিয়েছিল।
শীলভদ্রর ক্ষোভ মেটাতে উদ্যোগ নিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর পর এবার শীলভদ্রর বাড়িতে পিকের টিমের ২ সদস্য। তাঁদের সঙ্গে আলোচনার পর ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, পিকের টিমের সদস্যদের বদলে দলের কেউ এলে ভাল হত। ভোটে না লড়ার সিদ্ধান্তে তিনি এখনও অনড় বলে জানিয়েছেন শীলভদ্র।
উল্লেখ্য, প্রশান্ত কিশোরের দলের হাতে দলের পরিচালনার ভার তুলে দেওয়ার ব্যাপারে তৃণমূলের বেশ কয়েকজন নেতা-বিধায়কের গলায় অসন্তোষের সুর শোনা গিয়েছে। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন।
শুভেন্দুর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা চলছে। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও বিধায়ক হিসেবে ইস্তফা দেননি। মন্ত্রীপদে শুভেন্দুর ইস্তফার আগে প্রশান্ত কিশোর তাঁর কাঁথির বাড়িতে গিয়েছিলেন। তবে সেই সময় শুভেন্দু বাড়িতে ছিলেন না। তাঁর বাবা শিশির অধিকারীর সঙ্গে কথা হয় প্রশান্তের।
এবার ব্যারাকপুরের দুবারের বিধায়কও বেসুরো গাইলেন। সাম্প্রতিক অতীতে দল নিয়ে অসন্তোষ একাধিকবার প্রকাশ করেছেন। আগামী বিধানসভায় তিনি আর লড়বেন না, এমন কথা বলতেও তাঁকে আগেই শোনা গিয়েছিল।
Continues below advertisement
Tags :
TMC MLA Silbhadra Datta Jyotipriya Mallick Abp Ananda West Bengal Elections With ABP Ananda West Bengal Elections 2021