এই সরকার চাল চোর', আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ দিয়ে বললেন Kailash Vijayvargiya

Continues below advertisement
আর নয় অন্যায় কর্মসূচি এবং গৃহ সম্পর্ক কর্মসূচিতে যোগ দিতে বারসতে গিয়েছিলেন Kailash Vijayvargiya। সেখান থেকে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, 'আমফানে হওয়া দুর্নীতির জন্য ক্যাগকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা প্রথম থেকেই বলে আসছি প্রধানমন্ত্রী যে টাকা পাঠান তা নিয়ে Mamata Banerjee ভ্রষ্টাচার করেন। গরিব মানুষ তা পান না। যে চাল প্রধানমন্ত্রী বিনামূল্যে পাঠিয়ে ছিলেন তা Mamata Banerjee-র সরকার গরিব মানুষকে দেয়নি। এই সরকার চাল চোর সরকারও।' 
এই সরকার তাদের শোষণকালে দুর্নীতি, পরিবারতন্ত্র, সাধারণ মানুষকে শোষণ করে গিয়েছে এই সরকার। তাই বিজেপি-র দাবি আর নয় অন্যায়। গোটা রাজ্যজুড়ে আমাদের নেতারা এই কর্মসূচী চালাবেন। নাগরিকত্ব ইস্যু নিয়েও বিজেপি-র পদক্ষেপ নিয়ে কথা তোলেন তিনি। 
দুবার বাংলার জনগণের আর্শীবাদ পেয়ে সোনার বাংলা তো দূরে থাক, অনুপ্রবেশকারীদের বাংলা করে তুলেছে মমতার সরকার, বলেও আক্রমণ করেন তিনি। বিজেপি সরকার এলে বাংলাকে আসল সোনার বাংলা গড়ে তোলা হবে বলেও দাবি তাঁর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram