রাজ্যের সর্বত্র নিষিদ্ধ বাজি, হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন পরিবেশকর্মী সুভাষ দত্ত

Continues below advertisement
‘সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হল এবছরের জন্য। রাজ্যের সর্বত্র বাজি নিষিদ্ধ। কালীপুজো, দিওয়ালি, ছটপুজোয় বন্ধ বাজি। বাজি বিক্রিও করা যাবে না। পুলিশ সব নিশ্চিত করবে। দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজো। বিধিনিষেধ মেনে হোক জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো। ১৫০ স্কোয়ার মিটার বা কম আয়তনের প্যান্ডেলে ১০ জন। ১৫০ থেকে ৩০০ স্কোয়ার মিটারের প্যান্ডেলে ১৫ জন। ৩০০ স্কোয়ার মিটারের বেশি প্যান্ডেলে ৪৫ জন। প্যান্ডেল থেকে ৫ মিটার এলাকা নো-এন্ট্রি জোন। ঢাকিদের প্রবেশাধিকার থাকবে। বিসর্জনে বাজনা এবং আলোকসজ্জা করা যাবে না। বিসর্জনে ঘাটে বেশি লোক নয়।’ রায় কলকাতা হাইকোর্টের।
‘রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরে নিষিদ্ধ হোক ছটপুজো,’ প্রাথমিক পর্যবেক্ষণ আদালতের।
‘গঙ্গা বা অন্য জলাশয়ে ছটের দিন কীভাবে ভিড় নিয়ন্ত্রণ, আদালতকে জানাবে রাজ্য। ১০ নভেম্বর পরবর্তী শুনানি,’ জানালেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram