KD Singh’s arrest: 'কে ডি সিংহ-কে নিয়ে দায় এড়াতে পারে না TMC', দাবি জয়প্রকাশের

Continues below advertisement
কে ডি সিংয়ের (K D Singh) গ্রেফতার প্রসঙ্গে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'এটা হওয়ারই ছিল। কে ডি সিং যখন এই অপরাধমূলক কাজ করেছিলেন, চিটফান্ডের ঘটনা যখন হয়েছিল তখন তিনি তৃণমূলের সঙ্গেই ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে সাদরে ডেকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। সেই কারণে আজ তৃণমূলকে উত্তর দিতে হবে। এই কর্মফলের জন্যই আজ তিনি গ্রেফতার হয়েছেন। এখন তৃণমূল কংগ্রেস বলতে পারে না কে ডি সিং তাদের সঙ্গে নেই। উনি যখন উনি তৃণমূলের সঙ্গে ছিলেন তখনকার ঘটনা। অ্যালকেমিস্ট চিটফান্ড তখনকার ঘটনা। মানুষকে প্রতারণা, টাকা পয়সা নয় ছয় করা এবং অভিযুক্ত বিদেশে টাকা পাচার করেছেন। অন্য সূত্রে জানতে পারছি উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বৈবাহিক সূত্রে আত্মীয়। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। দেরি হলেও ED এই পদক্ষেপ নিয়েছে তাতে সাধারণ মানুষ উপকৃত হবেন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram