আজ বাজারে ইলিশের দর কেমন? রান্না-পুজোর আবহে কেমন বিকোচ্ছে রুপোলি শস্য?
কাল মহালয়া। তার আগে গতকালই লরি ভরে ইলিশ এসেছে রাজ্যে। পুজোর আগে পুজোর উপহার। বাঙালির এবার রসনা তৃপ্তি হবে পদ্মার ইলিশে। পড়শি দেশের পাঠানো ইলিশে মজবে মন। দাম একটু বেশি হলেও স্বাদে সমঝোতায় নারাজ অনেকেই।
Tags :
Hilsha Price Hilsha Of Padma River Garia Hat Fish Market Hilsha Fish Ilish Fish ABP Ananda LIVE Abp Ananda Bangladesh