আগুন নেভাবে দমকলের নতুন রোবো-কার, ব্রিগেড ময়দানে হল মহড়া
Continues below advertisement
নতুন রোবো কার আনল দমকল। ৪ কোটি টাকা খরচ করে ৪টি রোবো কার আনা হয়েছে। ব্রিগেড ময়দানে রোবো কারের মহড়া হয়। সংকীর্ণ গলি বা আগুনের মধ্যে যেখানে দমকলের বড় গাড়ি বা কর্মী যেতে পারবে না, সেখানে অনায়াসে চলে যাবে এই রোবো কার। রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওই রোবো কার চালানো হবে।
Continues below advertisement
Tags :
Brigade Maidan Robo Car ABP News Live Bengali Fire Tenders ABP Ananda LIVE Fire Brigade Abp Ananda Kolkata