বর্ষার শুরুতেই রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ধস, আতঙ্কিত স্থানীয়রা
Continues below advertisement
বর্ষার শুরুতেই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ধস। আজ সকাল ৭টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পান জাতীয় সড়ক লাগোয়া শিশুবাগান মোড়ে বড়সড় ধস নেমেছে। তাঁদের দাবি, দিনকয়েক আগে থেকেই মাটি বসে যাওয়া শুরু হয়। সেইসময় পুরসভার ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বালি দিয়ে ওই এলাকা ভরাট করে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতেই ফের ধস নামে। বিপদের আশঙ্কা নিয়ে জাতীয় সড়কে যান চলাচল করছে। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুর কর্তারা জানিয়েছেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে।
Continues below advertisement