ভোটের আগে জোটের ভিত মজবুত করে ফেলতে তৎপর বাম ও কংগ্রেস

বছর ঘুরলেই রাজ্য বিধানসভার হাইভোল্টেজ নির্বাচন। বাংলার মসনদকে পাখির চোখ করে সাংগঠনিক তৎপরতা শুরু করে দিয়েছে তৃণমূল ও বিজেপি। এই পরিস্থিতিতে জোটের ভিত মজবুত করে ফেলতে তৎপর বাম ও কংগ্রেস নেতৃত্ব। তা নিয়েই মঙ্গলবার সন্ধেয় বৈঠক করল দু’পক্ষ। সূত্রের খবর, বাম-কংগ্রেস বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আসন সমঝোতার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। কংগ্রেসকে কটা আসন ছাড়তে চান, বলে দিন। তখন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, কোন আসন কাকে ছাড়লে জেতার সম্ভাবনা বাড়বে, তা ঠিক করতে হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola