বিদ্যুতের মাসুল বৃদ্ধি, মোটা অঙ্কের বিলের প্রতিবাদে হাওড়ায় সিইএসসি অফিসের সামনে বামেদের বিক্ষোভ
Continues below advertisement
বিদ্যুতের মাসুল বৃদ্ধি ও লকডাউন পরিস্থিতিতে মোটা অঙ্কের বিলের প্রতিবাদে হাওড়ায় সিইএসসি অফিসের সামনে বামেদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। জিটি রোড অবরোধ। এদিন মিছিল করে এসে হাওড়ায় সিইএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই, ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। কয়েকজন জোর করে অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভকারীরা। সিইএসসি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
CESC Bill Cobtroversy ABP News Live Bengali Left Leaders ABP Ananda LIVE Howrah Abp Ananda Cesc