Hilsa: এবছর ইলিশ উঠেছে মাত্র ৩ হাজার মেট্রিক টন, মাথায় হাত মৎস্যজীবী ও ট্রলার মালিকদের

Continues below advertisement
মাছের রাজা ইলিশ। ভাপা থেকে পাতুরি, আমুদে বাঙালি ইলিশ পেলে যেন আর কিছুই চায় না। কিন্তু সেই রসনা তৃপ্তিতেই বাধ সাধছে প্রকৃতি। দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন সংলগ্ন সমুদ্রে জালে উঠছে না ইলিশ। মাথায় হাত মৎস্যজীবী, ট্রলার মালিকদের। মৎস্য দফতর সূত্রে খবর, ২০১৮তে জেলার বিভিন্ন জায়গায় মৎস্যজীবীদের জালে ওঠা  ইলিশের পরিমাণ ছিল ৩৩ হাজার মেট্রিক টন। ২০১৯ সেই সংখ্যাটা কমে দাঁড়ায় ১৯ হাজার মেট্রিক টনে। এবছর মৎস্যজীবীরা ভেবেছিলেন, লকডাউনের ফলে সমুদ্রে দূষণ কমেছে। জালে প্রচুর ইলিশ উঠবে। কিন্তু মৎস্য দফতর সূত্রে খবর, এবছর সব মিলিয়ে মাত্র ৩ হাজার মেট্রিক টন ইলিশ উঠেছে। মাথায় হাত মৎস্যজীবী ও ট্রলার মালিকদের। ইলিশের উপরই সংসার চলে সুন্দরবন এলাকার কয়েক হাজার মৎস্যজীবী ও ট্রলার মালিকের। চলতি বছরে পর্যাপ্ত মাছ না মেলা কীভাবে কী করবেন, ভেবেই পাচ্ছেন না ট্রলার মালিকরা। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram