বৈদ্যবাটির পর শেওড়াফুলি, রিষড়া, লোকাল ট্রেন চালু নিয়ে রেল রাজ্য বৈঠকের দিনই বিক্ষোভ একের পর এক স্টেশানে
Continues below advertisement
লোকাল ট্রেন চালানো নিয়ে আজ বিকেলে নবান্নে রেলের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক। তার আগে আজ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে হুগলির বৈদ্যবাটী স্টেশনে যাত্রী-বিক্ষোভ। অবরোধ করা হয়েছে লাগোয়া জিটি রোডও। অবরোধের জেরে আটকে রয়েছে স্টাফ স্পেশাল ট্রেন। বৈদ্যবাটীর পাশাপাশি বিক্ষোভ শুরু হয়েছে রিষড়া ও শেওড়াফুলিতেও। বৈদ্যবাটীতে অবরোধকারীরা জানিয়েছেন, "বাসে যাচ্ছি, ১৫০ টাকা ভাড়া দিচ্ছি। আমরা অসহায়। নবান্নে আজ যতক্ষণ না পর্যন্ত কোনও সিদ্ধান্ত হবে, আমরা অবরোধ করব। লাঠিচার্জ করলেও তোলা হবে না অবরোধ।"
Continues below advertisement
Tags :
Baidyabati Rail Station Sheoraphuli Local Trains ABP Ananda LIVE Rishra Hooghly Abp Ananda Nabanna