মেমারি স্টেশন চত্বরে অ্যাম্বুল্যান্স, তাপমাত্রা বেশি হলেই আলাদা করা হচ্ছে যাত্রীদের
Continues below advertisement
Local Train Service Resume in Bengal: মেমারি স্টেশনে করোনা বিধি (COVID protocol) মেনেই যাত্রীরা ট্রেনে উঠছেন। প্ল্যাটফর্মে (Memari station) ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। শরীরে তাপমাত্রা যদি বেশি হয়, তাহলে সেই যাত্রীকে আলাদা করা হচ্ছে। স্টেশন চত্বরে রাখা হয়েছে অ্যাম্বুল্যান্সও। অন্যদিকে হলদিয়া স্টেশনে মেনে চলা হচ্ছে কোভিড প্রোটকল। প্রবেশ এবং বাহির পথ আলাদা করে দেওয়া হয়েছে। রেলের ব্যবস্থাপনাতে খুশি যাত্রীরা।
Continues below advertisement
Tags :
Local Train Service Resume Eastern Zone South-Eastern Zone Local Train Service Resume In Bengal Local Trains ABP Ananda LIVE Howrah Station Abp Ananda