কোন উপায়ে লোকাল ট্রেনে এড়ানো যাবে সংক্রমণ? জেনে নিন চিকিৎসকদের কাছ থেকে
Local Train Service resume Issue In West Bengal: লোকাল ট্রেন চালু হলেও ভিড় নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ট্রেনের মধ্যে যাত্রীরা যাতে পরস্পরের মুখোমুখি না দাঁড়ান, ড্রপলেট ছড়ানো আটকাতে কম কথা বলেন, সেই পরামর্শও দিচ্ছেন তাঁরা। লোকাল ট্রেন চালানো নিয়ে আজ নবান্নে রেলের সঙ্গে রাজ্য সরকারের আধিকারিকদের বৈঠক। লোকাল ট্রেন ফের চালু হলে, কীভাবে তা চালানো হবে? ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হবে? এ সব নিয়েই আলোচনার সম্ভাবনা বলে নবান্ন সূত্রে খবর।
Tags :
State Authority Local Train Resumption Experts Opinion ABP Ananda LIVE Corona Abp Ananda Nabanna