কোন ফর্মুলায় রাজ্যে চলবে লোকাল ট্রেন? কীভাবে হবে সামাজিক দূরত্ব বজায়? রাজ্য-রেল বৈঠকের দিকে তাকিয়ে আমজনতা
Continues below advertisement
সকাল-সন্ধে মিলিয়ে হাওড়া, শিয়ালদায় রোজ মোট ২১০ টি ট্রেন চালাতে চায় রাজ্য। এই নিয়ে আজ ফের রেলের সঙ্গে বৈঠক। কোন ফর্মুলায় রাজ্যে লোকাল ট্রেন চলবে, তাই আজ বৈঠকে আলোচ্য বিষয়। লোকাল ট্রেন চালু হলে অধিকাংশ ট্রেন যে গ্যালোফিন হবে, সূত্র মারফৎ তাই জানা যাচ্ছে। লোকাল ট্রেনের সংখ্যা কমলে ভিড় নিয়ন্ত্রণ কীভাবে হবে? কীভাবে হবে সামাজিক দূরত্ব বজায়? ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে আজকের এই বৈঠকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল।
Continues below advertisement
Tags :
Local Train Service Resumption Local Train In Bengal Local Train Service ABP Ananda LIVE Local Train Abp Ananda Nabanna