হাওড়ায় পুলিশের বিরুদ্ধে লকডাউনে হাসপাতালে যাওয়ার সময় মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ
Continues below advertisement
লকডাউনে হাসপাতাল যাওয়ার সময় চিকিৎসককে হেনস্থার অভিযোগ। মহিলা চিকিত্সকের অভিযোগ, পরিচয় দেওয়া সত্ত্বেও তাঁকে পুলিশ হয়রানি করেছে। সিএমওএইচ-কে অভিযোগ জানিয়েছেন ওই চিকিত্সক। হাওড়া সিটি পুলিশ সূত্রে দাবি, কোনও অভিযোগ দায়ের হয়নি।
Continues below advertisement
Tags :
Lockdown. Doctor On Duty Police Harrasment Howrah District Hospital Howrah City Police Abp Ananda Coronavirus