এবার পশ্চিমবঙ্গেও রেললাইন ধরে হেঁটে বাড়ির পথে পরিযায়ী শ্রমিকরা
রেললাইন ধরে হেঁটে বাড়ির পথে পরিযায়ী শ্রমিকরা। উলুবেড়িয়া ও কুলগাছিয়া স্টেশনের মাঝে দেখা মিলল শ্রমিকদের। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই শ্রমিকরা বাড়ি ফিরছিলেন বলে খবর। ১১ জনের ওই রাজমিস্ত্রির দল কলকাতায় কাজ করতেন। রেললাইন ধরে হাঁটতে বারণ করে শ্রমিকদের সতর্ক করছে আরপিএফ, দাবি রেলের দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ।
Tags :
Migrant Workers Death Migrant Workers Uluberia Railway Track Aurangabad Abp Ananda Maharashtra