লকডাউনে জরুরি পরিষেবার স্টিকার লাগিয়ে পালানোর চেষ্টা ! সায়েন্স সিটিতে আটক গাড়ি
Continues below advertisement
কলকাতার বিভিন্ন রাস্তায় চলছে পুলিশের নাকা তল্লাশি। নিট পরীক্ষার্থীদের কথা ভেবে ইতিমধ্যেই ১২ সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহার করেছে রাজ্য। আজ সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় চলছে কড়া পুলিশি নজরদারি। পোস্তা এলাকা এখনও শুনশান। রবীন্দ্র সরণির ট্রামলাইন ধরে তাকালে চোখে পড়ছে শূন্যতা। অন্যদিকে সায়েন্স সিটি এলাকায় চলছে নজরদারি। সেখানে জরুরি পরিষেবার স্টিকার লাগিয়ে একটি গাড়ি যাওয়ার চেষ্টা করলে আটকানো হয়েছে সেই গাড়ি।
Continues below advertisement
Tags :
Corna Crisis Lockdown In South Kolkata Posta Area Corona Effect Science City ABP Ananda LIVE Weekly Lockdown Abp Ananda