মহালয়ার তর্পণেও রাজনীতির ছোঁয়া! মৃত দলীয় কর্মীদের স্মরণে তৃণমূল-বিজেপি
Continues below advertisement
ভোটমুখী বঙ্গে মহালয়ার তর্পণেও লাগল রাজনীতির রং। দলের মৃত কর্মীদের স্মরণ করে তর্পণ করলেন বিজেপি ও তৃণমূল নেতারা। আজ সকাল ৭টা নাগাদ শিলিগুড়ির মহানন্দা নদীতে দলের মৃত কর্মীদের উদ্দেশে তর্পণ করেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন জেলার বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা। দ্বারকেশ্বর নদে তর্পণ করেন তৃণমূলের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। রাজনৈতিক কারণে যে সব তৃণমূল কর্মী মারা গিয়েছেন, তাঁদের উদ্দেশ্যে তাঁর তর্পণ। বিজেপির তর্পণ কর্মসূচিকেও কটাক্ষ করেন তিনি। বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীতে তর্পণ করেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনিও তর্পণ করেন রাজনৈতিক কারণে মৃত বিজেপি কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে। রাজ্যের পুলিশ প্রশাসনেরও কড়া সমালোচনা করেন তিনি।
Continues below advertisement
Tags :
Tarpan Rituals Mahalaya 2020 Agnimitra Pal ABP Ananda LIVE Mahalaya Howrah Abp Ananda TMC BJP