Mamata Banerjee at Pursurah: স্বাস্থ্যসাথীর কার্ড না নিতে চাইলে থানায় অভিযোগ জানান, ব্যবস্থা নেব, বললেন মমতা

"দুয়ারে সরকারে যারা বিধবা ভাতা আর বার্ধক্য ভাতার জন্য নাম লিখিয়েছেন, ১৫ লক্ষ মানুষকে সেই সুবিধা দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ড সবাই পাবেন। ভোটের পরও এই ব্যবস্থা চলবে। কেউ স্মার্ট কার্ড না পেলে টেম্পোরারি কার্ড দেওয়া হবে, তাতে চিকিৎসাও করা যাবে। কেউ চিন্তা করবেন না। কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে না চাইলে, সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানান, কার্ডের পিছনে লেখা নম্বরে অভিযোগ জানান, আমরা ব্যবস্থা নেব। বিজেপি এই নিয়েও মিথ্যে কথা বলছে", পুরশুড়ার সভা থেকে বিজেপিকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola