Mamata Banerjee at Pursurah: কিছু ধর্মান্ধ মানুষ দেশের প্রধানমন্ত্রীর সামনে আমায় টিজ করেছে, নেতাজিকেই অপমান করেছে, ভিক্টোরিয়া-কাণ্ড নিয়ে সরব মমতা

Continues below advertisement
"যারা অনেক টাকা করেছে, যাদের অনেক টাকা গচ্ছিত আছে, তাদের জন্য বিজেপি। আমি বলি, ভালো করে নাম লেখাও, এরপর আর তাঁদের তৃণমূলে নেব না। সম্মানীয় লোকেদের তৃণমূলে নেব। যারা যারা লাইনে আছেন, তাড়াতাড়ি যান। ট্রেন তো ছেড়ে দেবে", কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেত্রীর (Mamata Banerjee)। ভিক্টোরিয়া-কাণ্ড নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, "নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের সবার নেতা। তাঁর অনুষ্ঠানে গেলাম। এত বড়ো সাহস! কতগুলো গর্ধ গদ্দার আমাকে টিজ করছে! কিছু উগ্র, গর্ধ, ধর্মান্ধ মানুষ দেশের প্রধানমন্ত্রীর সামনে আমায় টিজ করছে, এত বড় সাহস! আমাকে যদি বন্দুক দেখিয়েছ, আমি বন্দুকের সিন্দুক দেখাব। রাজনীতি দিয়ে আমি এর প্রত্যুত্তর দেব। তোমরা নেতাজি নেতাজি করলে আমি তোমাদের স্যালুট জানাতাম। কিন্তু তোমরা বাংলাকে অপমান করেছ", তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram