Mamata Banerjee at Gopalnagar: বাইরে থেকে আসছে RSS-র গুণ্ডারা, রাজ্যকে গুজরাত বানাতে দেব না, আক্রমণ মমতার

Continues below advertisement

"রাজ্যকে গুজরাত বানাতে দেব না। সিপিএম-এর হার্মাদরা বিজেপির ওস্তাদ হয়ে গেছে। বাইরে থেকে আরএসএস-এর গুণ্ডা নিয়ে আসছে। বাইরে মানুষরা এসে মতুয়াদের হিন্দুধর্ম শেখাচ্ছে। এরা বহিরাগত, বাংলার লোক নয়। ক্ষমতা থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিকভাবে লড়াই কর। বিভেদের রাজনীতি করছে। মতুয়াদের ভেঙ্গে দিয়েছে। হিন্দু-মুসলমান ভাগ করছে। কৃষকদের জমি কেড়ে নিয়েছে। আগামীদিনে কৃষকরা কোথায় যাবে? গায়ের জোরে কৃষক বিরোধী তিনটি আইন করেছে। কৃষকরা যা তৈরি করে জোতদার, আড়তদাররা নিয়ে নেবে। কৃষকদের জীবনের আর কোনও দাম থাকবে না। কৃষকরা তাই আন্দোলন করছেন, আমরা পাশে আছি। আলু, পেঁয়াজ, ডাল কিছুই আর অত্যাবশ্যকীয় পণ্য নয়। মানুষের আর আলুসেদ্ধ-ভাত খাওয়ার সামর্থ্য থাকবে না, শীত পেরোলেই আলুর কেজি হবে ৫০টাকা। পেঁয়াঁজের কেজি হয়ে যাবে ১৮০ টাকা," গোপালনগরের সভা থেকে কড়া ভাষায় আক্রমণ মমতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram