প্রাথমিকে নিয়োগের ঘোষণা থেকে উন্নয়নের পরিসংখ্যান দিয়ে অমিত শাহকে পাল্টা, দেখে নিন আজ কী কী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাইমারিতে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘আগামিকাল প্রাথমিক শিক্ষা দফতর প্রাইমারি শিক্ষক নিয়োগে নোটিস জারি হবে। ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ হবে। ৩১ জানুয়ারি অফলাইনে হবে তৃতীয় টেট (TET)। মোট আড়াই লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন।’ নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, প্রাইমারি নিয়োগ নিয়ে নিজের জেলায় প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যেখানে ভ্যাকেন্সি আছে কনসিডার করে দিচ্ছে। বাকিদের ব্যবস্থা করার চেষ্টা চলছে। ১০১৬৩টি আবেদন জমা পড়েছিল ৬৪৬৩ হোমে অর্ডার হয়ে গিয়েছে। অর্থাৎ, ৬৪ শতাংশ অর্ডার হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, প্রাইমারি শিক্ষকে ১৬৫০০ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) আক্রমণের উত্তর দেন মুখ্যমন্ত্রী। 'উনি বলেছেন উৎপাদন শিল্পে গোটা দেশে ২০ নম্বরে বাংলা। আমরা বলছি, বাংলা দেশে চার নম্বরে বাংলা। রাজ্যের জিডিপিতে উনি বলেছেন ১৬ নম্বরে রয়েছে বাংলা। আমি বলছি, বাংলা দেশে দুই নম্বরে রয়েছে। চ্যালেঞ্জ হয়ে যাক কে ঠিক কে ভুল।" বলেন মমতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola