আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্যকে দেওয়া হোক, মোদিকে চিঠি মমতার
অগ্নিমূল্য আলু-পেঁয়াজ। দাম নিয়ন্ত্রণে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। সুযোগ বুঝে আলু, পেঁয়াজের বেআইনি মজুত করা হচ্ছে। প্রয়োজনে নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্যকে দেওয়ার দাবি, মোদিকে চিঠিতে উল্লেখ মমতার।
Tags :
Surging Price Of Potato Surging Price Of Onion ABP Ananda LIVE Abp Ananda Narendra Modi Mamata Banerjee