Mamata Banerjee’s Meeting in Midnapore: পদ্মের একটাও পাপড়ি এখানে ফুটবে না, হুঙ্কার পার্থর

Continues below advertisement
মেদিনীপুরে জনসভায় বক্তব্য রাখছেন Trinamool Congress নেতা পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি বলেন, 'মানুষ এখন বলছেন আমরা দিদির সঙ্গে ছিলাম। আমরা দিদির লড়াইয়ে থাকব। আমি BJP-কে বলব পদ্মের একটা পাপড়িও এখানে ফোটাতে পারবে না। Suvendu Adhikari সংঘাত আবহে মেদিনীপুরে Mamata Banerjee-র সভা। জনসভা ঘিরে সাজসাজ রব মেদিনীপুরে। আর কিছুক্ষণের মধ্যেই Mamata Banejee সভামঞ্চে উঠবেন। Trinamool Congress কর্মীরা উপস্থিত হয়েছেন। মেদিনীপুর কলেজ মাঠ প্রায় কানায় কানায় ভর্তি। প্রচুর মানুষের ভিড় হয়েছে। আজকের সভা থেকে কী বার্তা দেন সেটাই এখন দেখার।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram