Mamata Banerjee's North Bengal visit: সোমবার থেকে ৩ দিনের উত্তরবঙ্গ সফরে Mamata Banerjee

সোমবার থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী Mamata Banerjee। মঙ্গলবার জলপাইগুড়িতে জনসভা Mamata Banerjee। বুধবার কোচবিহারে সভা করবেন Trinamool Congress নেত্রী। উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার ফিরবেন তিনি। ইতিমধ্যেই Mamata Banerjee দক্ষিণবঙ্গে তিনটি সভা করেছেন। প্রথমটি করেন বাঁকুড়াতে, দ্বিতীয় মেদিনীপুর ও তৃতীয় সভাটি করেন বনগাঁয়। তিনটি জায়গাতেই BJP-কে তীব্র আক্রমণ করেন  Trinamool Congress নেত্রী। বাঙালি আবেগকেও উস্কে দেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola