Mamata Vs Amit: বাংলা মানে কোনও কাজ নেই? কোথায় ছিলেন ১১ বছর আগে? অমিতকে প্রশ্ন ছুড়লেন মমতা

Continues below advertisement

রাজ্যে এসে বাংলার আর্থিক অবস্থা নিয়ে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। মঙ্গলবার তার জবাবে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আসা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণের তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এই তথ্য ভুল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

রবিবার বঙ্গসফরের শেষদিনে তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। মঙ্গলে তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা ভোটের আর মাস পাঁচেক বাকি। তার আগে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি। এই প্রেক্ষাপটে রবিবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। তবে রবিবার অমিত শাহকে সবচেয়ে বেশি আক্রমণ করতে শোনা যায় রাজ্যের অর্থনীতি নিয়ে! 

মুখ্যমন্ত্রী এদিন পরপর তথ্য পরিসংখ্যান তুলে ধরে পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram