বাবার খুনের বদলা নিতেই মণীশকে খুন করান খুররম? বিজেপির যুক্তি কিন্তু এক্কেবারে আলাদা

Continues below advertisement
মণীশ শুক্ল খুনে ধৃত খুররম খান-সহ গ্রেফতার দুই। বাবার খুনের বদলা নিতেই খুন? উঠছে প্রশ্ন! নেপথ্যে অনেক বড় মাথা, দাবি মৃতের বাবার। ধৃতের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি প্রকাশ্যে এনে চাঞ্চল্যকর অভিযোগ অর্জুন সিংহের। যদিও তা মানতে নারাজ তৃণমূল।

মণীশ শুক্ল খুনে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। এই ফুটেজে দেখা যাচ্ছে, চায়ের দোকানের সামনে সহযোগীদের সঙ্গে দাঁড়িয়ে মণীশ।পাশেই তাঁর স্করপিও গাড়ি...গাড়ির বাঁ দিকের সামনের দরজা খোলা। ঠিক এই সময়ে মণীশের কাছে এল একটা মোটর বাইক।...বাইকের পিছনে বসা যুবক মণীশকে লক্ষ্য করে গুলি চালাল! ঠিক এরপরই মণীশের কার্যত পাস থেকে দাঁড়ানো এক যুবক, মণীশকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করল। তারপর একটি বাইকে চেপে শূন্যে গুলি চালাতে চালাতে পালাল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে দাবি, বাবার খুনের বদলা নিতেই মণীশকে খুন করিয়েছেন খুররম! যদিও, এই দাবি মানতে নারাজ বিজেপি।
 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram