'৩ তারিখ মিছিলে মণীশের সঙ্গেই হাঁটছিল আততায়ীরা! শুধু পুলিশ ছিল বলেই সেদিন প্রাণরক্ষা', বলছে সিআইডি
Continues below advertisement
একদিন আগেই মিছিলের মধ্যেই খুনের ছক কষা হয়েছিল ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লকে। কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা থাকায় ভেস্তে যায় সেই ছক। খবর সিআইডি সূত্রে। ধৃত সুবোধ যাদবকে জেরা করে মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জারি রাজনৈতিক তরজা।
ব্যারাকপুরে বিজেপির স্ট্রংম্যান মণীশ শুক্লা খুনে চাঞ্চল্যকর তথ্য!
রবিবার বিটি রোডের ধারে দলীয় কার্যালয়ের সামনে নয়, তার একদিন আগেই মিছিলে মণীশকে খুনের ছক কষেছিল আততায়ীরা! সিআইডি সূত্রে দাবি, ধৃত সুবোধ যাদবকে জেরা করে এমনই তথ্য মিলেছে।
মণীশ খুন হন রবিবার রাতে। তার ঠিক আগের দিন কৃষি আইনের সমর্থনে টিটাগড় থেকে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত মিছিল করে বিজেপি। মিছিলের প্রধান উদ্যোক্তা ছিলেন মণীশই! মিছিলে হাঁটতেও দেখা যায় তাঁকে।
Continues below advertisement