Morning Headlines: আলোর রোশনাইতে 2021-কে স্বাগত জানাল বিশ্বের বিভিন্ন প্রান্ত, ব্রিটেন ফেরত আরও ৫ জনের শরীরে Corona-র নতুন Strain-র হদিশ

Continues below advertisement
বিদায় ২০২০। আলোর রোশনাইতে ২০২১-কে স্বাগত। নতুন স্ট্রেন নিয়ে উদ্বেগের মধ্যেই বর্ষবরণ। কলকাতা (Kolkata) থেকে দুর্গাপুর, হোটেল-ক্লাব ছাড়া রাস্তায় উধাও চেনা ভিড়। নাইট কার্ফুর জেরে শুনশান দিল্লি, মুম্বই। গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) এবার CBI নজরে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। আলিপুর, রাসবিহারীর বাড়িতে ৭ ঘন্টা ধরে তল্লাশি, না পেয়ে নোটিস। ৪ জানুয়ারি হাজিরার নির্দেশ। বুঝে রাখ, সব জানে জনতা, ভাইপোকে নিশানা কে আক্রমণে শুভেন্দু (Suvendu Adhikari)। ধরা পড়বে আরও অনেকে, দাবি দিলীপের (Dilip Ghosh)। রাজনৈতিক উদ্দেশ্যে CBI অভিযান, পাল্টা তৃণমূল (TMC)। সরকারের সঙ্গে অধিকারী পরিবারের সংঘাত এবার গড়াল আদালতে। পুর প্রশাসক পদে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সৌমেন্দু। ৪ জানুয়ারি শুনানির সম্ভাবনা। তৃণমূলে পরপর দলবদল। আস্থাভোট চায় বাম-কংগ্রেস। আগে জনগণের আস্থা অর্জন করুক, পাল্টা তৃণমূল। হোক ভোট, দাবি বিজেপির। তৃণমূল ছেড়েও ফের তৃণমূলে। তাও পাণ্ডবেশ্বরের মহিলা তৃণমূলের সম্মেলনে ডাক পেলেন না জিতেন্দ্র। শীর্ষনেতৃত্বের নির্দেশে দাবি। বিষ্ণুপুরে CPM-র মিছিলে বোমাবাজি। কর্মীদের ওপর হামলা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অস্বীকার নেতৃত্বের। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ১ হাজার ১৭০। মৃত ২৯। ব্রিটেন ফেরত আরও ৫ জনের শরীরে করোনার নতুন স্ট্রেন। কলকাতার একজন ভর্তি মেডিক্যালে। ১ মার্চ CBSE-র দশম-দ্বাদশের প্র্যাক্টিক্যাল। অনলাইন নয়, লিখিত পরীক্ষা শুরু ৪ মে থেকে। চলবে ১০ জুন পর্যন্ত। ১৫ জুলাইয়ের মধ্যে রেজাল্ট।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram